Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মোগলবসা ইউনিয়নের ইতিহাস-

ব্রিটিশশাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম ৯টি গ্রাম নিয়ে মোগলবাসা ইউনিয়ন গঠিত হয়। ঐসময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে পন্চায়েতবলা হত। ১৯৫০ সালেপাকিস্তান শাসনামলে গ্রাম পন্চায়েতএর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবীঘোষণা করা হয়। ১৯৫৪ সালে প্রথম পন্চায়েতহন বছির উদ্দিনসরকার।তারপর পর্যায়ক্রমে রহমতুল্যাসরকার, এরদায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান কিছু প্রতিনিধি জুরি বোর্ড পন্চায়েতএরপদবী কে চেয়ারম্যান করা হয়।মোঃ রহমতুল্যাপ্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হনএবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে মোঃ আজিজুল হক, নির্বাচিতহন, এবং বর্তমানে েমাঃ এনামুল হক  ইউনিয়নপরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে ৯ টি গ্রামও ৯টি ওর্য়াডমিলিয়েই মোগলবাসা ইউনিয়ন পরিষদ